মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চীনে গ্রামীণের শাখা উদ্বোধন করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

চীনের শেনজেনে অবস্থিত ফুচিয়ান জেলায় গ্রামীণ চায়নার একটি শাখা উদ্বোধন করেছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৭ জুলাই তিনি এই শাখা উদ্বোধন করেন। চীনে সামাজিক ব্যবসা সপ্তাহ উপলক্ষে এ সময়  শেনচেন সফর করছিলেন প্রফেসর ইউনূস।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী দিনে শাখাটির ৮ সদস্যকে আত্ম-কর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগের উদ্দেশ্যে ঋণ প্রদান করা হয়। চীনের বৃহত্তম ব্যাংক চায়না কনস্ট্রাকশন ব্যাংক এবং চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ মডেলের রেপ্লিকেশন কর্মসূচি ‘গ্রামীণ চায়না’র সহায়তায় প্রতিষ্ঠিত তৃতীয় গ্রামীণ শাখা এটি।

শাখা উদ্বোধন অনুষ্ঠানের আগে ক্ষুদ্রঋণ বিষয়ে আয়োজিত একটি কর্মশালায় দরিদ্রদের আয়-সৃষ্টিমূলক কর্মকান্ডে  অর্থায়নের প্রয়োজনীয়তা এবং চীনে এ সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ খবর