মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাসেলকে ক্ষতিপূরণের আরও ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের আরও পাঁচ লাখ টাকার চেক দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। আদালতের বেঁধে দেওয়া সময়ে হাই কোর্টের এজলাস কক্ষে রাসেল সরকারের হাতে এ চেক দেওয়া হয়। এ নিয়ে ১০ লাখ টাকার চেক পেলেন এ ভুক্তভোগী। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাই কোর্ট বেঞ্চে চেক তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়। আগামী ১৭ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ২৫ জুন রাসেল সরকারকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ৫ লাখ টাকা করে পরিশোধ করতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাই কোর্ট। টাকা দেওয়ার পর তা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলা হয় আদেশে।

গত ১৫ মে হাই কোর্ট ৭ দিনের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছিলেন। তার আগে গত ১২ মার্চ হাই কোর্ট রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেয়। একই সঙ্গে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে রাসেলের চিকিৎসার জন্য যা খরচ তা দিতে বলা হয়।

যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় ২০১৮ সালের ২৮ এপ্রিল প্রাইভেটকার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার দিন গ্রিন লাইনের একটি বাস রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাসেলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। তার পা হারানোর পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম।

 

সর্বশেষ খবর