বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে দৃষ্টান্ত বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে দৃষ্টান্ত আজ বাংলাদেশ। নারীরা কী না পারে? পরিবার থেকে রাষ্ট্র সবই চালাতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাজেট উপস্থাপন করে আরেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘উইমেন ফর উইমেন’ আয়োজিত ‘এসডিজি-৫ জেন্ডার সমতা অর্জনে জাতীয় বাজেট ২০১৯-২০ এর প্রতিফলন ও নারীর অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন অ্যারোমা দত্ত এমপি। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন নাহার, মূল প্রবন্ধ পাঠ করেন সভাপতি ড. নিলুফার বানু।

অ্যারোমা দত্ত বলেন, বাজেট বাস্তবায়নে সবার অংশগ্রহণ থাকতে হবে। উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে বাংলাদেশ আজ দৃষ্টান্ত। দেশে লিঙ্গ সমতা নিশ্চিত করা উন্নয়নের জন্য জরুরি।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ খবর