বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিমানবাহিনীর ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে। বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বিমানবাহিনী ঘাঁটি বাশারে ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, ডেঙ্গু রোগ যাতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে না পারে সে লক্ষ্যে বিমানবাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধিসহ বিমানবাহিনী ও তার আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই দিনে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী ইয়াসমিন জামান (বিমানবাহিনী প্রধানের পতœী) তেজগাঁওয়ে বিমানবাহিনীর ঈগল হলে ভিন্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন।

সর্বশেষ খবর