বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আজ ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়োগের অংশ হিসেবে আজ বসছে সিনেটের বিশেষ অধিবেশন। এতে সিনেট সদস্যরা নির্বাচন করবেন তিন সদস্যের উপাচার্য প্যানেল। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। তবে বিএনপি-জামায়াত ঘরানার শিক্ষকদের সাদা দল এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। সিনেট নির্বাচিত এ তিন সদস্যের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী চার বছরের জন্য একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেবেন।

নীল দলের ভিসি প্যানেল : ভোটাভুটির মাধ্যমে গতকাল নীল দলের ভিসি প্যানেলের মনোনীতরা হলেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এদিকে প্যানেল দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপিপন্থি সাদা দল। সংগঠনের আহ্বায়ক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, ‘বিষয়টি পর্যবেক্ষণ করছি। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ খবর