বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শতবর্ষী গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আন্দোলনের মুখে শতবর্ষী গাছ কাটা বন্ধ হলেও আবারও গাছ কাটা শুরু করেছে। এর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজশাহীর আহ্বায়ক রফিকুল হক সেন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ-দৌলা, নিউ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান উদ্দিন হালিম, সমাজসেবক বিপুল রহমান, নবজাগরণ ছাত্রসমাজের আহ্বায়ক তামিম সিরাজী, আমি রাজশাহীর আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আশিক হোসেন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী ভুট্টো, হ্যাপিক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান বাবু ।

সময় বক্তারা অবিলম্বে পরিবেশ বিধ্বংসী গাছ কাটার গণবিরোধী দরপত্র বাতিল এবং সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের অপসারণ দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর