বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন মীর ইবরাহিম (২৫) ও হেমায়েত উদ্দিন (২২)। গতকাল বেলা ১২টার দিকে জনপথ মোড়ের পূর্বপাশের একটি বাস কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, এরা উগ্রবাদের ভিডিও তৈরি করে তরুণ-তরুণীদের উগ্রপন্থায় নিয়ে আসে। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী বলেন, আনসার আল ইসলামের সদস্য অতি গোপনে ‘দ্য রিলিজ’ নামের ছবির বাংলা ডাবিং করার নামে তরুণ-তরুণীদের আকৃষ্ট করে পরে উগ্রবাদে অনুপ্রাণিত করছে। সম্প্রতি চট্টগ্রাম থেকে গ্রেফতার জান্নাতুল নাইমা, সাইফা আকতার তানজি, আফজাল হোসেন এবং লক্ষ্মীপুর থেকে আলেমা আকতার স্বপ্নার কাছ থেকে এ দুজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, এবিটির একটি গ্রুপ এখনো গোপনে সদস্য সংগ্রহের চেষ্টা করছে। আর এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছে। রিমান্ডে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর