বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সেই গৃহকর্মী ভিকটিম সাপোর্ট সেন্টারে

নিজস্ব প্রতিবেদক

সেগুনবাগিচার বহুতল ভবনের ১০ তলার বারান্দার গ্রিলের বাইরে ঝুলে থাকা সেই মেয়েটি এখন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। খাদিজা আক্তার নামের সেই মেয়েটিকে গতকাল সার্কিট হাউস রোডের ‘গাউসিয়া ডাইনেস্টি’ ভবনের ওই ফ্ল্যাট থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেয় রমনা থানা পুলিশ। পুলিশ বলছে, খাদিজাকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। এর আগ পর্যন্ত সে ভিকটিম সাপোর্ট সেন্টারেই থাকবে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, খাদিজার গ্রামের বাড়ি সিলেটে। ছোটবেলায় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ায় সে তার নানা-নানীর কাছে বড় হতে থাকে। একপর্যায়ে তার মামা আবু বকর গত বছর গৃহকর্ত্রী লাভলী রহমানের কাছে দিয়ে যান। এখন তার প্রকৃত অভিভাবককে খোঁজা হচ্ছে। লাভলী রহমানের উদ্ধৃতি দিয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, দুই গৃহকর্মী খাদিজা ও হেলেনার মধ্যে ঝগড়া হওয়ায় খাদিজা বারান্দার বেষ্টনীর ফোকর গলে বাইরে ঝুলে থাকে। তবে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর