শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ব্রাহ্মণের মেয়েকে ভাগিয়ে ১৪ বছর জেল

অবশেষে জামিন হরিজন তুষারের

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ বর্ণের মেয়েকে ভালোবেসে বিয়ে করায় শাশুড়ীর দেওয়া অপহরণ মামলায় ১৪ বছরের কারাদ- পাওয়া হরিজন বর্ণের স্বামী তুষার দাসকে জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে তুষার দাসের পক্ষে আইনজীবী ছিলেন শিশির মুহাম্মদ মনির ও অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসাইন। স্বামী তুষার দাসকে ছাড়িয়ে নিতে তিন মাসের শিশু কোলে নিয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী সুষ্মিতা দেবনাথ অদিতি।

সুষ্মিতা ও তার আইনজীবী ঘটনার বিবরণ দিয়ে জানান, প্রায় দুই বছর আগে ২০১৭ সালের ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বী হরিজন বর্ণের ছেলে তুষার দাস ভালোবেসে বিয়ে করেন ব্রাহ্মণ বর্ণের মেয়ে সুম্মিতা দেবনাথ অদিতিকে। তিন মাস আগে এ দম্পতির কোলজুড়ে আসে কন্যা সন্তান। কিন্তু আগে থেকেই ওই বিয়ে মেনে নিতে পারেনি সুস্মিতার পরিবার। সুস্মিতার মা ২০১৭ সালের ২৪ অক্টোবরে তুষারের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে থানা পুলিশ পেরিয়ে সুস্মিতাকে থাকতে হয় সেফহোমে, আর তুষারকে নেওয়া হয় কারাগারে।

সর্বশেষ খবর