শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি

ডেঙ্গু মোকাবিলায় নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। পাশাপাশি নারী ও শিশু নিপীড়ন রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অনুরোধ জানানো হয়। গতকাল ঢাকায় ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে এসব দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর