শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ডেঙ্গুর ওষুধ নিয়ে আসতাম : অলি

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশে ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আর তারা ডেঙ্গুর ওষুধ আনার ব্যাপারে টালবাহানা শুরু করেছে। তিনি বলেন, আমি মন্ত্রী থাকলে দশ ঘণ্টার মধ্যে  ডেঙ্গু ও মশা মারার ওষুধ নিয়ে আসতাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের সমালোচনা করে অলি আহমদ বলেন, দেশে ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতি, অথচ প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। তিনি কেন বিদেশে অবস্থান করছেন, দেশের মানুষ তা জানেন না।

গতকাল বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত  হোসেন  সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৬ আগস্ট জাতীয় মুক্তিমঞ্চের ব্যানারে দেশের সামগ্রিক বিষয়ে সেমিনার করা হবে। এখানে অর্থনীতি, রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন বলে ঘোষণা দেন কর্নেল (অব.) অলি আহমদ।

সর্বশেষ খবর