রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু রোগীদের জন্য ঢাকা ক্লাবের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগীদের জন্য ঢাকা ক্লাবের রক্তদান কর্মসূচি

ডেঙ্গু আক্রান্তদের সাহায্যার্থে ঢাকা ক্লাব লিমিটেডের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ডেঙ্গুজ্বরে আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ঢাকা ক্লাব লিমিটেড। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে। ক্লাবের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-সিএসআরের কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। কর্মসূচিতে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ, সচিব কমান্ডার (অব.) জাহিরুল আলিম, সিএসআর মেম্বার ইনচার্জ নুর আফরোজসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের সদস্য ও কর্মচারীরা এই রক্তদান কর্মসূচিতে অংশ নেন। ঢাকা ক্লাবের সচিব জাহিরুল আলিম বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এ রক্তদান কর্মসূচির আয়োজন করেছি আমরা। এ ছাড়া ফান্ড সংগ্রহ করে আমরা বেসরকারি বিভিন্ন মেডিকেলে আর্থিক সহায়তা দেব যাতে আক্রান্ত অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা পায়।

 তিনি বলেন, এর আগে আমরা বিভিন্ন সময় ক্লিন ঢাকাসহ অন্যান্য কর্মসূচি পালন করেছি। সিএসআর মেম্বার ইনচার্জ নুর আফরোজ বলেন, আমরা চাই অন্যান্য ক্লাব, সংগঠনও আমাদের রক্তদান কর্মসূচি দেখে উদ্বুদ্ধ হোক সমাজের কল্যাণের জন্য। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্তদের পাশাপাশি বন্যার্তদের পাশেও দাঁড়িয়েছে ঢাকা ক্লাব। বন্যাদুর্গত স্থানে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর