রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধে ৫০ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস করতে পুলিশের সব ইউনিট থেকে ৫০ হাজার সদস্য একযোগে কাজ করছে। গতকাল রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সবার সচেতন হতে হবে। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর