সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু দমন অভিযান ফটোসেশন

--- জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের অভিযান চালানো হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় এবং বানভাসি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এভাবে ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে না, যে সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়, যে সরকার বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদ পরিচালনা করে, যে সরকার জনগণকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয় না, যে সরকারের শাসনামলে পার্লামেন্ট থাকে বিরোধী দল থাকে না, যে পার্লামেন্টে মমতাজের ‘ফাইট্টা যায়’ গান শোনা যায়, সেই সরকারের কাছে আমরা কীভাবে দাবি করতে পারি ডেঙ্গু দমনের জন্য। বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ডেঙ্গু দমনের জন্য যে উদ্যোগ, যে কাজগুলো করা প্রয়োজন, সেটি না করে দুই মেয়র শুধু ফটোসেশন করছেন।

প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকারের এমপি, মন্ত্রীরা শুধু মিডিয়ায় মুখরোচক কথা বলছেন। তারা বলছেন, আমরা ডেঙ্গুতে সহনশীলতা নিয়ে আসছি কিন্তু মোটেও তা নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর