সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধী মলম নিয়ে প্রতারণা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধী মলম নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি ফার্মেসি। গতকাল রাজধানীর কলাবাগান, গুলশান-২ এ অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আবদুল জব্বার ম ল। কলাবাগানের দেশ ফার্মা, সুইস ফার্মা, মাই ফার্মাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া গুলশান-২ ইউনিমার্ট ও  ওয়েলবিংকেও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।   

এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, যে তিনটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে আমরা বেশি দামে ওডোমস বিক্রি করতে দেখেছি। ১২৫ টাকায় কেনা ওডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকি ৫০০ টাকায়ও বিক্রি করা হয়।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর