বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

যাতায়াতের দিন বাড়তে পারে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ ট্রেনের

কলকাতা প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাতায়াতের দিন ভবিষ্যতে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের রেলমন্ত্রী পীযুশ গয়াল। এ ব্যাপারে দুই দেশ একযোগে কাজ করছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রস্তাব নিয়ে এ মন্তব্য করেন গয়াল। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ রেলমন্ত্রীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন গয়াল। কানেকটিভিটি বাড়াতে দুই দেশের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাতায়াতের দিন বাড়ানো, রেলকর্মীদের প্রশিক্ষণ, কর্মশালার আধুনিকীকরণ এবং লোকোমোটিভ সরবরাহের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। এ সময় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চার দিন থেকে বাড়িয়ে ছয় দিন এবং বন্ধন এক্সপ্রেস এক দিন থেকে তিন দিন বাড়ানো নিয়ে প্রস্তাব দেন বাংলাদেশ রেলমন্ত্রী। সে প্রসঙ্গেই ভারতীয় রেলমন্ত্রী বলেন, ‘দুই দেশের যাতায়াতকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের দিন আরও বাড়ানো নিয়ে আমরা উভয়েই কাজ করছি। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শেয়ার করা বিভিন্ন এজেন্ডার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শিগগির বাংলাদেশ সফর করবেন, আগামী অক্টোবরে শেখ হাসিনাও ভারতে আসতে পারেন।’

দুই দেশের মধ্যে বিভিন্ন প্রকল্পের দ্রুত রূপায়ণসহ বিভিন্ন বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।

এ প্রকল্পগুলোর কাজ যাতে বিলম্ব না হয় সে কারণে আমরা আমাদের সিস্টেমে আরও গতি আনতে চাই।’ উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে কলকাতার সংযোগ রক্ষার্থেই এ দুটি ট্রেন চলাচল করে। এর মধ্যে মৈত্রী চলে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত, আর কলকাতা থেকে খুলনা পর্যন্ত চলাচল করে বন্ধন। এ ব্যাপারে সুজন জানান, ‘মৈত্রী ও বন্ধন ট্রেনের যাতায়াতের দিন বাড়াতে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর