বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাজারে আসছে বি-আর পাওয়ারজেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে আসছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড। গতকাল শেরেবাংলা নগরে নিজ দফতরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে।

পরে অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার অদূরে গাজীপুর ও ময়মনসিংহ জেলার শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এ প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় সরকার। এর জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত : অর্থ মন্ত্রণালয় থেকে কোম্পানির আর্থিক তারল্য সার্টিফিকেট নিতে হবে এবং দ্বিতীয়ত : পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার ছাড়ার ব্যবস্থা করতে হবে। এতে আরও বলা হয়, এটি সরকারি লাভজনক কোম্পানি। এতে করে সাধারণ বিনিয়োগকারীরা সরকারি লাভজনক কোম্পানির বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। প্রকল্পটি আগামী ২০২১ সালের মার্চে সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে। বি-আর পাওয়ারজেন লিমিটেড চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে সরকারি তহবিলে প্রায় ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এ প্রকল্পটিতে আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। যা কোম্পানিটির আর্থিক তারল্য বৃদ্ধি করবে। এর ফলে শ্রীপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ সহজতর হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর