বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেছেন, দেশে বর্তমানে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবার সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। গতকাল রাজধানীর তোপখানা রোডে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত দুরারোগ্য রোগে আক্রান্ত নির্মাণশ্রমিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের যাত্রাবাড়ী থানার উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাবের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে ১৪ জন নির্মাণশ্রমিকের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আবদুর রাজ্জাক বলেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সচিব কে এম আলী আজম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল ডা. এ এম এম আনিসুল আউয়াল পিএইচডিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসহায় শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে আজ অসহায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নির্মাণশ্রমিকরা সরকার থেকে নিয়মিত সহায়তা পেয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর