শিরোনাম
বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু মশার কোনো রাজনৈতিক পরিচয় নেই : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) বলেছেন, ডেঙ্গু মশার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ডেঙ্গু মশা সবাইকেই আক্রমণ করছে। আর এটি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসার আঙিনা পরিচ্ছন্ন রাখতে এবং সবাইকে এডিস মশার বংশবিস্তার ও নির্মূলে একযোগে কাজ করতে হবে। একমাত্র ব্যক্তি সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সারা দেশে এডিস মশা নির্মূলে একযোগে কাজ চলছে এবং দলমত নির্বিশেষে সবাই সরকারকে সহযোগিতা করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, ভাইস চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম ভূইয়া, বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর