বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উত্থানে শেয়ারবাজার, দেড় মাস পর সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৮৭ পয়েন্টে। ডিএসইতে ৫৬৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইর লেনদেন ১ মাস ২৩ দিন বা ৩৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে গত ১৩ জুন বেশি ৫৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে ১৭৩টি বা ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৬টি বা ৩৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৪৫টি বা ১৩ শতাংশ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। কোম্পানির ৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকের ২০ কোটি ৩৩ লাখ টাকার এবং ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। লেনদেনে এরপর রয়েছে- জেএমআই সিরিঞ্জ, ইন্দো-বাংলা ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, খুলনা পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং স্কয়ার ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫৯ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর