বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

প্রবাসী আয়ে প্রণোদনার নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী আয়ে ২ শতাংশ নগদ সহায়তা দিতে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে যারা আয় পাঠাবেন, তাদের সুবিধাভোগীরা ২ শতাংশ বেশি টাকা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ নীতিমালা জারি করে ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রবাসী আয়ে প্রণোদনা দিতে বিলম্ব বা হয়রানি করা হলে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতিমালা অনুযায়ী, গত ১ জুলাই থেকে যারা প্রবাসী আয় পাঠিয়েছেন, তারাও সরকারের ২ শতাংশ নগদ সহায়তা সুবিধা পাবেন। আর ১ হাজার ৫০০ ডলারের কম আয় এলে কোনো নথিপত্র ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে। এ সুবিধা দিতে ব্যাংকগুলোকে অগ্রিম তিন মাসের প্রণোদনার অর্থ দেবে সরকার। তবে এখনই টাকা ছাড় না হলেও ব্যাংকগুলোকে সুবিধাভোগীদের প্রণোদনা দেওয়া শুরু করতে হবে। নীতিমালা অনুযায়ী, যেসব ব্যাংকে প্রবাসী আয় আসবে, তারাই সুবিধাভোগীকে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর