বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে নাগরিক কমিশন গঠন করবে সিপিডি

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান দুর্বলতা মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তহীনতার প্রেক্ষাপটে নাগরিক পর্যালোচনা কমিশন গঠন করবে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। গতকাল সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের ৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, ব্যক্তি খাতের প্রতিনিধি এবং সাবেক ব্যাংক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিশন গঠন করা হবে। এই নাগরিক কমিশন ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে নীতিনির্ধারকদের সুনির্দিষ্ট পরামর্শ দেবে। বোর্ড সভায় সদস্যরা গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিপিডির বিভিন্ন গবেষণা কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, জাতীয় বাজেটসংক্রান্ত কার্যক্রম এবং বাংলাদেশে এসডিজির চার বছরের অগ্রগতি মূল্যায়ন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সভায় সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ড. শাহদীন মালিক, সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর