বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ডেঙ্গু পরিস্থিতি

মশা মারার ওষুধ দ্রুত আমদানির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরীক্ষার কিটসহ বিদেশ থেকে দ্রুত মশা মারার ওষুধ আমদানির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশ উৎপাদিত ওষুধ উৎপাদন ও মজুদ পরিস্থিতির প্রতি নজরদারি রাখার সুপারিশ করা হয়। এ ছাড়া মশা মারার কার্যকর ওষুধ আমদানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়াসহ ওষুধের কার্যকারিতা যাচাই করে তা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মো. মুরাদ হাসান, আ ফ ম রুহুল হক, মো. মনসুর রহমান, আবদুল আজিজ বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর