বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুই মাস কার্যক্রম চালাবে রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু মশা নিধনে আগামী দুই মাস ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বাসা-বাড়ির বেজমেন্ট ও ছাদের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব। এই উদ্যোগ অব্যাহত রাখতে ঢাকার দুই সিটি করপোরেশনের সহযোগিতা চেয়েছে রিহ্যাব। গতকাল রাজধানীর সোনারগাঁও রোডে সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মশক নিধন কর্মসূচি ও র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। পরে র‌্যালি শেষে কলাবাগানের আশেপাশে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এতে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, কো চেয়ারম্যান লায়ন শরীফ আলী খান, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, প্রকৌশলী রতন কুমার দত্ত, স্থাপতি এ কে এম কামরুজ্জামান, এ এফ এম ওবায়দুল্লাহসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন-ডেঙ্গু মশা মোকাবিলায় সরকার জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। রিহ্যাবের পক্ষ থেকে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় কমিশনারের সঙ্গে সমন্বয় করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবেন। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ও একযোগে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর