বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হিরোশিমা দিবস পালিত

সাংস্কৃতিক প্রতিবেদক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৬ আগস্ট আনবিক বোমায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় জাপানের হিরোশিমা। এর তিন দিন পর দেশটির নাগাসাকিতেও বোমার সেই নারকীয়তা ছড়িয়ে দেয় শত্রুরা। স্মরণকালের ভয়াবহতার ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে হিরোশিমা ও নাগাসাকির মানুষ। হিরোশিমার ভয়াবহতার চিত্র তুলে ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

জাপান-বাংলা পিস ফাউন্ডেশন : ‘নো মোর হিরোশিমা, নো মোর নাগাসাকি, এ ট্র্যাজেডি নেভার টু বি রিপিটেড’ স্লোগানে হিরোশিমা দিবস ২০১৯ পালন করেছে জাপান-বাংলা পিস ফাউন্ডেশন।

সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের এ আয়োজন সাজানো ছিল হিরোশিমা-নাগাসাকি ট্র্যাজেডি স্মরণে সচেতনতামূলক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী দিয়ে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

হিরোশিমা-নাগাসাকি ট্র্যাজেডির ভয়াবহতা তুলে ধরে যুদ্ধবিরোধী মূল বক্তব্য দেন জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. এস আই খান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর