শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

টাকা তুলতে ব্যাংকে ভিড়

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার আগে শেষদিনের ব্যাংকিং সেবা পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীর। ব্যাংক কর্মকর্তাদেরও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। গতকাল রাজধানীর বেশিরভাগ ব্যাংক শাখায় ছিল গ্রাহকের দীর্ঘ লাইন। টাকা তোলার পরিমাণই বেশি ছিল। যারা ঈদে গ্রামের বাড়ি যাবেন তারা প্রয়োজনীয় টাকা তুলতে ব্যাংকে ভিড় জমিয়েছিলেন। ব্যাংকগুলোর পাশাপাশি এটিএম বুথেও ছিল ভিড়। নতুন টাকার জন্য মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকেও ছিল মানুষের দীর্ঘ লাইন। আজ শুক্র ও কাল শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকলেও গতকালই ছিল স্বাভাবিক লেনদেনের শেষদিন।

ছুটির এই দিনগুলোতে গ্রাহকদের প্রয়োজনীয় টাকা তুলতে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য রাজধানী ঢাকাসহ সব ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোতেও দেখা গেছে একই চিত্র। এটিএম বুথে পর্যাপ্ত অর্থ না থাকার অভিযোগ ছিল গ্রাহকদের। টানা ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস) এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা চালু নিরবচ্ছিন্ন রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর