শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল তারাই এখন ভয়াবহ সংকট বলছে : মেনন

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, দায় এড়াতে ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছে। এখন তারাই এটাকে বৈশ্বিক সমস্যা বলছে। কিন্তু আমাদের দায়, আমাদের জনগণের প্রতি। গতকাল রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ কার্যক্রম তত্ত্বাবধান করছে মতিঝিলের প্যান প্যাসিফিক হাসপাতাল। মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, নগর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ সেকেন্দার আলী, প্যান প্যাসিফিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেনন বলেন, ডেঙ্গু আতঙ্কে আছে মানুষ। অনেক মানুষ মারা গেছে। যারা এগুলোকে অস্বীকার করতে চায় মানুষের প্রতি তাদের কোনো দায় নেই। অবহেলার কারণেই ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর