রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
সিটি সেন্টার থেকে পড়ে তরুণীর মৃত্যু

হত্যা আত্মহত্যা না দুর্ঘটনা?

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ৩৭ তলা সিটি সেন্টারের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রূপা (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকালের এ ঘটনায় রূপার সৎ ভাই জুবায়ের আহমেদ সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রূপা রাজধানীর গোড়ানে অবস্থিত আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের ২৬৩/৩ নম্বর বাড়িতে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জুবায়ের বলেন, সিটি সেন্টারের ১৪ তলায় তার অফিস। বোন রূপা বিশাল ভবন দেখতে তার সঙ্গে এখানে এসেছিলেন। ৩৭ তলা ভবনের বিভিন্ন জায়গা দেখার পর বোনকে ১৪ তলায় রেখে তিনি কিছু সময়ের জন্য পাশে সিকিউরিটি রুমে যান। এরপর আশপাশের লোকজনের চিৎকার শুনে এসে দেখেন রূপা নিচে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল জোনের সিনিয়র এসি মিশু বিশ্বাস জানান, রূপা নিহতের ঘটনা রহস্যজনক। তাকে ফেলে দিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তার সৎ ভাই জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সময় তারা দুজনই রুমে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর