রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আখাউড়া হাসপাতালে ডেঙ্গুর কিট দিলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হাসপাতালে ডেঙ্গু ভাইরাস (এনএস-১) শনাক্তকরণের কিট দিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আনা ১৫০ পিস ডেঙ্গু ভাইরাস (এনএস-১) শনাক্তকরণের কিট দেওয়া হয়েছে হাসপাতালে। আইনমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল হাসপাতালে কিট হস্তান্তর করেন মেডিকেল অফিসার রুহুল মোহসিন সুজনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, ছাত্রলীগ নেতা শেখ তজিবর, শাহীন মোল্লা প্রমুখ।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, মন্ত্রী মহোদয় আখাউড়া ও কসবা হাসপাতালে ৩০০ পিস কিট দিয়েছেন ডেঙ্গু ভাইরাস পরীক্ষার জন্য। এসব কিট মন্ত্রীর নিজস্ব অর্থায়নের আনা হয়েছে। বিনামূল্যে তা পরীক্ষা করতে পারবে রোগীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর