শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদার জন্মদিনের কেক কাটল যুক্তরাষ্ট্র বিএনপি

প্রতিদিন ডেস্ক

খালেদা জিয়ার ৭৪তম জন্মদিনে গত বুধবার রাতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি কেক কেটেছে। এ ছাড়া দোয়া-মাহফিল হলো ১৪ আগস্ট বুধবার রাতে। ব্রুকলিনে সুগন্ধা রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কারাবন্দী খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে মুক্তিদানের দাবি জানানো হয়। এনআরবি নিউজ।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এ সময় বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাবশত কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারী আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।’ সংক্ষিপ্ত এ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

 নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সল, এস এম ফেরদৌস, ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ। উল্লেখ্য, ছয় বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটি না হওয়ায় ছয় ভাগে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছে নিউইয়র্কে। অপর গ্রুপগুলোর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, আকতার হোসেন বাদল, এম এ বাতিন, আলহাজ আবু তাহের, শরাফত হোসেন বাবু, মিল্টন ভূঁইয়া, পারভেজ সাজ্জাদ, জসীম ভূঁইয়া প্রমুখ। 

সর্বশেষ খবর