শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
উত্তরপত্র জালিয়াতি

বরিশালে ১৮ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চতর গণিতের উত্তরপত্র জালিয়াতির দায়ে ১৮ পরীক্ষার্থীকে চার বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি চলতি বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে বোর্ডের উচ্চমান সহকারী গোবিন্দ চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, উচ্চতর গণিতের প্রধান পরীক্ষকের তৈরি উত্তরপত্রের সঙ্গে ১৮ পরীক্ষার্থীর উত্তরপত্র হুবহু মিলে যাওয়ায় এবং তাদের উত্তরপত্রে বিশেষ সাংকেতিক চিহ্ন থাকায় তাদের ফল প্রকাশ স্থগিত করেছিল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি গত ৫ আগস্ট অভিযুক্ত ১৮ পরীক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়।

সর্বশেষ খবর