শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শ্রাবণ ট্র্যাজেডি মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে অফিসার্স ক্লাবের আয়োজনে মঞ্চায়ন হয়েছে ‘শ্রাবণ ট্র্যাজেডি’। গতকাল সন্ধ্যায় অফিসার্স ক্লাবের নিজস্ব মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত এই নাটকটিতে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকা  নিয়ে কিছু তথ্য। গবেষণালব্ধ এই নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনায় ছিলেন আশিক রহমান লিয়ন। নাটকটিতে সরাসরি ইতিহাস ও প্রেক্ষাপট ব্যবহার না করে ইতিহাসের সব চরিত্র ও ঘটনার বর্তমান ব্যাখ্যামূলক প্রতিভঙ্গি প্রদর্শিত হয়েছে। খুনিদের স্বরূপ ও তাদের ষড়যন্ত্র তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। জিয়াউর রহমান ও মোশতাকদের চরিত্র চিত্রিত হয়েছে শৈল্পিকতায়। পাকিস্তানি শাসনের রোষে জাতি যখন ভাঙনের কিনারে এসে দাঁড়ায় তখন প্রয়োজন হয়ে পড়ে এক দাপুটে মানুষের। আর সেই দাপুটে মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 শ্রাবণ ট্র্যাজেডি নাটকে সত্য বলার জন্য সেই সব খুনিদের ধূসর অতীত থেকে তাড়িয়ে আনা হয়েছে বর্তমানের রঙ্গমঞ্চে। ক্ষমতালোভী রাজনৈতিক সামরিক প্রভুদের ষড়যন্ত্রের সব সুতা খুলে নিগূঢ় সত্য উন্মোচনের অভিপ্রায় রচিত হয়েছে নাটকটিতে। অভিনয় করেছেন কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, ফয়সাল, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ আহমেদ, নূর আকতার মায়া, রাফি, রিফাত হোসেন জুয়েল, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান, মীর জাহিদ হাসান প্রমুখ।

সর্বশেষ খবর