রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছেন জিয়া

------ বিচারপতি শামসুদ্দিন মানিক

নিজস্ব প্রতিবেদক

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছেন। মুক্তিযোদ্ধা হত্যা ও জাতির পিতার হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে কমিশন গঠন জরুরি বলেও তিনি মনে করেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সিরিজ বোমা হামলা-২০০৫; মৌলবাদ-জঙ্গিবাদ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম (বোয়াফ) এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি কবীর আহমেদ চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে বক্তব্য দেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী শিকদার, লেখক গবেষক, বীরপ্রতীক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির প্রমুখ।

শামসুদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ছক ১৯৭৩ সালে আমেরিকায় গিয়ে জিয়া এঁকেছেন। তিনিই এ ছক কষেছিলেন। কেন তিনি আমেরিকায় গিয়েছিলেন তার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, আগস্ট অনেক অঘটনের নাম। জিয়া শুধু বঙ্গবন্ধু হত্যার মূলনায়ক ছিলেন তা নয়, তিনি দেশকে ধ্বংস করে দিয়েছিলেন। তা কাটিয়ে উঠতে অনেক দিন লেগেছে। বর্তমান সরকার তাদের দাবিয়ে রেখেছে, স্তিমিত করেছে, কিন্তু তারা শেষ হয়ে যায়নি।

সর্বশেষ খবর