রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ইভটিজিং বিরোধী অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ইভটিজিং বিরোধী অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এজন্য জেলা প্রশাসন থেকে বিশেষ ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। গতকাল বিকাল থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে বলে জেলা প্রশাসকের ফেসবুক আইডির মাধ্যমে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এটি চলতে থাকবে। সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনা, নিরিবিলি বসে গাঁজা বা মাদক সেবন নানা বিষয়েও অভিযান চলবে। যারা ইভটিজিংয়ের শিকার তারা ভয় না পেয়ে থানায় বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরও অনেকে সাহসী হবে।’ এর আগে শুক্রবার সন্ধ্যার আগে উঠতি বয়সী সন্তানদের সামলাতে অভিভাবকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

সন্তানদের খোঁজখবর রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ইভটিজার হিসেবে আটক হলে জেল-জরিমানা হতে পারে।

সর্বশেষ খবর