বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
এফআর টাওয়ারে আগুন

নকশা জালিয়াতি মামলায় জামিন পেয়েছেন ফারুক

আদালত প্রতিবেদক

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় গ্রেফতার জমির মূল মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। গতকাল দুপুরে গুলশান থেকে ফারুককে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক।

গতকাল ফারুকের জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মামলার আসামি তিন সেট। এক সেট আসামি রাজউক, এক সেট জমির মালিক আরেক সেট ডেভেলপার। আসামিরা পরস্পর  যোগসাজশে নকশা কারসাজি করেছে। এফআর টাওয়ারের পনের তলা থেকে তেইশ তলা পর্যন্ত অবৈধ। এরা সবাই সমান অপরাধী। তাই অসামির জামিন আবেদন নাকচ করা হোক। এর আগে এ মামলার আরেক আসামি এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর-উল-ইসলাম রবিবার গ্রেফতার হওয়ার পর সোমবার একই আদালত থেকে জামিন পান।

সর্বশেষ খবর