বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তাদের বিচারে কমিশন গঠনের দাবি জাপার

নিজস্ব প্রতিবেদক

’৭৫-এর প্রেক্ষাপটের পরিকল্পনাকারী, হত্যাকারী, বেনিফিশিয়ারি সমর্থনকারীসহ এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। তারা বলেছেন, জড়িতদের সব ধরনের প্রতিষ্ঠানগুলোও কালো তালিকাভুক্ত করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে গুলশান থানা যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক ফজলু প্রমুখ।

 সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, নুর জামাল ও কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ’৭৫-এর প্রেক্ষাপট সৃষ্টিকারীরা এখন কে কোন দলে আছে তা চিহ্নিত করতে হবে। এদের থেকে সতর্ক না হলে দেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও অর্থনীতির চাকা বাধাগ্রস্ত হবে। কারণ তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর