রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শূন্য রেখায় এখনো ৩৯১০ রোহিঙ্গা

বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ২ বছর পূর্ণ হচ্ছে আজ। সীমান্তের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু শূন্য রেখায় আশ্রয় নেওয়া চার হাজার রোহিঙ্গার মধ্যে বর্তমানে সেখানে ৬৩৩ পরিবারের ৩ হাজার ৯১০ জন অবস্থান করছে।  ঘুমধুম সীমান্তের শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা মাস্টার দিল মোহাম্মদ জানান, বাংলাদেশ শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গারা তুমব্রু কোনারপাড়া এলাকায় অনেকটা পরিবেশের সঙ্গে মিশে গেছে। তবে মিয়ানমারের পরিবেশের ওপর নির্ভর করছে সে দেশে ফিরে যাওয়া। উল্লেখ্য, মিয়ানমারে হত্যা, নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে কয়েক দফায় বাংলাদেশ সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বড়ছনখোলা, আশারতলী সাপমারাঝিরি, ঘুমধুম কোনারপাড়া বাইশফাঁড়ি ও দোছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এরমধ্যে বেশকিছু রোহিঙ্গা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও সে সময় সীমান্ত পাহাড় ও জিরো লাইন এলাকায় প্রশাসনের পাহারায় ছিল ২৮ হাজার ১৬০ রোহিঙ্গা। এ ছাড়াও ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়ায় আশ্রয় নেয় ৪ হাজার রোহিঙ্গা। সেখান থেকেও বিভিন্ন সময়ে পালিয়ে গেছে।

জানা গেছে, সরকারের উচ্চ মহলের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট থেকে ২০১৭ সালের ২০ অক্টোবর থেকে প্রথম দফায় কক্সবাজারের বালুখালীতে স্থানান্তর করা হয় ১২ হাজার রোহিঙ্গা। এরপর দ্বিতীয় দফায় ২০১৮ সালের ১৪ জানুয়ারি সাপমারাঝিরিসহ অন্যান্য ক্যাম্প থেকেও ধাপে ধাপে কুতুপালং, বালুখালীতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর