রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধু স্মরণ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা

একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর ছবি নিয়ে ধান্ধা করছে

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন দেশের শীর্ষ ব্যবসায়ী-শিল্পপতিরা। স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গোষ্ঠী যথেচ্ছভাবে ছবি ব্যবহার করে বঙ্গবন্ধুর ছবিকে অসম্মান করছে। ছবি নিয়ে নিজেরা ধান্ধা করছে। ব্যবসায়ীরা মনে করেন, পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংস ঘটনা না হলে বাংলাদেশ আরও অনেক আগেই তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারত। বঙ্গবন্ধু জাতির পিতা, তাই সব রাজনৈতিক দলেরই কার্যক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা উচিত। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব দাবি ও মত প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান। সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য দেন এম এ কাশেম, মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ ও কাজী আকরাম উদ্দিন আহমেদ। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন  সংগঠনের সহসভাপতি রেজাউল করিম রেজনু। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন এফবিসিসিআই সহসভাপতি হাসিনা নেওয়াজ। পরে এফবিসিসিআই সম্মেলক কক্ষে বঙ্গবন্ধুর ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর