বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফেরিতে মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের তিতাস ঘোষের ফেরিতে মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট। আগামী ২৩ অক্টোবরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত ও কয়েকটি নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী জহির উদ্দিন লিমন। এর আগে গত ৩১ জুলাই তিতাসের মৃত্যুর ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। অতিরিক্ত সচিবের নিচে নন এমন কর্মকর্তাদের দিয়ে ওই তদন্ত পরিচালনা করার নির্দেশ দিয়েছিল আদালত। এ ছাড়া, তিতাসের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। গত ২৫ জুলাই রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদস সবুর ম-লের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে ফেরি ছাড়ে। এ সময় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে থাকা স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হলে এসব সংবাদ সংযুক্ত করে হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।

সর্বশেষ খবর