শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভারতে পাচার হওয়ার পর দুই বাংলাদেশি তরুণী উদ্ধার

কলকাতা প্রতিনিধি

কাজের লোভ দেখিয়ে পাচার করে বাংলাদেশি দুই তরুণীকে বিক্রি করতে গিয়ে কলকাতায় ধরা পড়েছে দুই ভারতীয় পাচারকারী। তারা হলো নির্মল সুতার (৫৯) এবং শিবু রায় (৫০)। উভয়েই উত্তর চব্বিশপরগনা জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের হাবরা থানার চোঙদা মোড় এলাকায় যশোর রোড সংলগ্ন রাধাগোবিন্দ নামে একটি মিষ্টির দোকানে দুই তরুণী ও দুই ব্যক্তিকে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই দুই তরুণী সব ঘটনা জানায়। তখন দুই পাচারকারী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকেই ধরে ফেলা হয়। এরপর স্থানীয়রা তাদের মারধর করলে তারা নিজেদের দোষ স্বীকার করে। পরে হাবড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে এবং দুই বাংলাদেশি তরুণীকে উদ্ধার করে থানায় নিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই পাচারকারী জানিয়েছে, তারা ওই দুই তরুণীকে বাংলাদেশ থেকে নদী পার করে কাঁটাতারের বেড়া টপকে ভারতে নিয়ে আসে। এরপর সীমান্ত লাগোয়া এক পাচার চক্রের হাতে তাদের তুলে দেওয়ার কথা ছিল। জানা গেছে, উদ্ধার হওয়া দুই তরুণীর একজন ময়মনসিংহের উদাইল বর্ধানী এলাকার বাসিন্দা। অন্যজনের বাড়ি ময়মনসিংহের উত্তর বানাইল এলাকায়। প্রথমজনের বয়স ২৫, দ্বিতীয়জনের বয়স ১৯।

সর্বশেষ খবর