সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নোয়াখালীতে টাকাসহ ঠিকাদারের ছেলে অপহৃত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থেকে টাকাসহ এক ঠিকাদারের ছেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অপহৃতের বাবা নোয়াখালী পল্লী বিদ্যুতের ঠিকাদার মো. ময়নাল হোসেন সেনবাগ থানায় ২৯ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও তার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ২৭ আগস্ট বিকাল ৩টার দিকে সেনবাগের সেবারহাট বাজার থেকে তাকে অপহরণ করা হয়। এ বিষয়ে অপহৃতের বাবা ফোনে জানান, সে নোয়াখালীতে পল্লী বিদ্যুতের ঠিকাদার হিসেবে কাজ করে। তার ছেলে মো. সোহাগ (২৯) তাকে ঠিকাদারি কাজে সহযোগিতা করে।

গত ২৭ আগস্ট বিকাল ৩টার দিকে সেনবাগের সেবারহাট বাজার থেকে ঠিকাদারি কাজের বকেয়া ৫৪ হাজার টাকা আদায় করে ফেরার পথে সে নিখোঁজ হয়। ঘটনার আজ ৬ দিন অতিবাহিত হলেও তার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অপহৃত সোহাগের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি জানান, তবে অন্য একটি মোবাইল ফোন নম্বর থেকে তার ছেলেকে ফেরত দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে তিনি ওই নম্বরে ১২ হাজার টাকা বিকাশ করেন। এখন ওই মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অপহৃতের বাবা সাধারণ ডায়েরি করেছেন। অপহৃত ঠিকাদারের ছেলেকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর