বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জামিন পাননি দুদকের এনামুল বাছির

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির হাই কোর্টে গিয়েও জামিন পাননি। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের অবকাশকালীন বেঞ্চে গতকাল বাছিরের জামিন আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু জামিন হবে না বুঝতে পেরে আবেদন ফিরিয়ে নেন বাছিরের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। এর আগে শুনানিতে তিনি বলেন, ডিআইজি মিজানের বক্তব্যের ওপর ভিত্তি করেই এই মামলার এফআইআর হয়েছে। আর মিজানুর রহমান তার বক্তব্যে কখনো নিজেকে রক্ষা করতে চাননি, তিনি শুধু মামলার সহআসামি বাছিরকে জড়াতে চেয়েছেন, যেটা উদ্দেশ্যপ্রণোদিত। এ আইনজীবী বলেন, এনামুল বাছিরের দুবার স্ট্রোক হয়েছে। তার ডায়াবেটিস আছে। তাই তাকে জামিন দেওয়া হোক। অন্যদিকে বাছিরের জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে বলেন, ডিআইজি মিজানুর রহমান যেমন পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন, তেমনি এনামুল বাছির দুদকের ভাবমূর্তি নষ্ট করেছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুদকের জন্য এর চেয়ে লজ্জার বিষয় আর নেই। তাছাড়া মামলাটি তদন্তাধীন। এ পর্যায়ে জামিন হলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই তাকে জামিন দেওয়ার প্রশ্নই আসে না। এরপর আদালত বাছিরের জামিন কিংবা জামিন প্রশ্নে রুল জারি করতে না চাইলে জামিন আবেদনটি (টেক ব্যাক) ফেরত নেন তার আইনজীবী কাজল।

সর্বশেষ খবর