বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্যামপুরে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের সহায়তায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। গতকাল শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৩২৩ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ছিন্নমূল বাংলাদেশ নামে একটি সংগঠনের এই আয়োজনে সার্বিক সহায়তা দিয়েছে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতাল। সকাল সাড়ে ৯টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। ছিন্নমূল বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাইমুর রহমান জয়ের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা শিহাব উদ্দিন সবু, বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ। এ বিষয়ে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন জানান, সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

এ সময় মেডিসিন বিভাগ ৩৮৯, চক্ষু বিভাগ ৩২৭, প্রসূতি বিভাগ ৯৫, শিশু বিভাগ ১৬৭, অর্থপেডিক বিভাগ ১৫৬, ডেন্টাল বিভাগে ৬৭ জন রোগীকে দেখা হয়েছে। ক্যাম্পে ১২২ জনের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ১৩ ব্যাগ রক্তও সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ খবর