বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আবদুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আবদুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত জননেতা এম আবদুর রহিম অ্যাডভোকেটের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী পালনে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এম আবদুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের সার্বিক ব্যবস্থাপনা, ইয়ুথ ক্যাম্প পরিচালনা, মুক্তিযোদ্ধাদের রিক্রুটমেন্ট, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহ এবং ভারত সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিল এম আবদুর রহিমের ওপর। স্বাধীনতাযুদ্ধের অকুতোভয় সৈনিক এম আবদুর রহিমের নামে দিনাজপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। এ ছাড়া দিনাজপুর প্রেস ক্লাবে তার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ‘এম আবদুর রহিম মিলনায়তন’ স্থাপিত হয়েছে।

সর্বশেষ খবর