বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন

আগস্টে ৩৭৯ নারী ও শিশু নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক

এ বছর আগস্টে ১১৪টি ধর্ষণসহ ৩৭৯ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। গতকাল সংস্থার সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগস্টে ধর্ষণের শিকার হয়েছে ১১৪ জন, গণধর্ষণের শিকার হয়েছে ২৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৭ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৭ জন ও যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন। অপহরণের ঘটনা ঘটেছে ৯টি। ৪১ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। নির্যাতনের কারণে ৩০ জন আত্মহত্যা করেছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৮ জন এবং হত্যা করা হয়েছে ৫ জনকে।

সর্বশেষ খবর