বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নীলফামারীতে চক্ষু শিবির

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্টের চক্ষু শিবির কার্যক্রম। গতকাল সকাল ১০টায় কামারপুকুর ১ নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট, ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতাল ও  এপিলিয়ন গ্রুপের সহায়তায় পরিচালিত ‘নয়নতরী’ ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকের মাধ্যমে কামারপুকুরের ৩ ওয়ার্ডের দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো এই চক্ষু শিবির কার্যক্রম।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান। সভাপতিত্ব করেন মানবিক সাহায্য সংস্থার সহকারী পরিচালক স্বপনা রেজা। গতকাল ৩  নম্বর ওয়ার্ডের  ২৩০ জন দরিদ্র মানুষের চোখ পরীক্ষা করান হয়। বিজ্ঞপ্তি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর