বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এম আবদুর রহিমের মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত এম আবদুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণশেষে সকাল ১০টায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতি ও মরহুমের বড় ছেলে এম ইনায়েতুর রহিম। এ সময় মরহুমের ছোট ছেলে হুইপ ইকবালুর রহিম এমপি, হাবিপ্রবির ভিসি ড. প্রফেসর মো. আবুল কাশেম, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সাবেক ভিসি প্রফেসর রুহুল আমীন, শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, এম আবদুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুস ছালামসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

আজ দিনাজপুর ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা প্রদান এবং দিনব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর