শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুর্নীতির মামলা

ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম কারাগারে

নয়াদিল্লি প্রতিনিধি

‘আইএনএফ মিডিয়া সংক্রান্ত অর্থ পাচার ও দুর্নীতি মামলায় ভারতের সাবেক স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকে গতকাল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতের নির্দেশে দিল্লির তিহার কারাগারে নেওয়া হয়েছে। সেখানে তিনি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন।

কংগ্রেস নেতা চিদাম্বরমকে ২১ আগস্ট গ্রেফতার করা হয়। সেই থেকে এতদিন তিনি সিবিআইর হেফাজতে ছিলেন। ২০১৭ সালের ১৫ মে সিবিআই অভিযোগ তোলে, অর্থমন্ত্রী থাকাকালে তিনি আইএনএফ মিডিয়া নামক কোম্পানিকে ৩০৫ কোটি রুপির বৈদেশিক তহবিল গ্রহণের ছাড়পত্র দিয়ে অনিয়ম করেছেন। এ অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০১৮ সালে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে।

এ মামলায় আগাম জামিনের জন্য চিদাম্বরম হাই কোর্টে আবেদন করে ব্যর্থ হন। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল হাই কোর্টের আদেশ বহাল রাখে।

সর্বশেষ খবর