সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিশু থেকে বৃদ্ধা কেউ আজ নিরাপদ নয়

------ পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ৪ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধারাও আজ নিরাপদ নয়। কাজেই নিরাপত্তা, শান্তি ও মানবিক মূল্যবোধ ফিরে পেতে ইসলামের সুমহান আদর্শে সবাইকে ফিরে আসতে হবে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামগণকে এগিয়ে আসতে হবে। গতকাল যশোরের নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর থানা আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 নওয়াপাড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, মাওলানা আবদুল আউয়াল।

পীর চরমোনাই বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্র্ম। কল্যাণকামিতাই ইসলামের কাজ। কিন্তু এই কল্যাণধর্মী কাজ থেকে ওলামায়ে কেরাম হাত গুটিয়ে বসে থাকায় সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকে সয়লাব। তিনি বলেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ খবর