মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্টজনরা বলেছেন, দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের জন্য পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকারসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

গতকাল রাজধানীর একটি হোটেলে উইশ টু একশন প্রোগ্রামের অবহিতকরণ সেমিনারে তারা একথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালন কাজী আ. খ. ম. মহিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. নাসিমা সুলতানা, ডা. মঈনুদ্দিন আহম্মদ, ডা. শেহলিনা আহম্মদ প্রমুখ। সেমিনারে প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রামের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. সানজিদা হাসান।

 এ ছাড়া ডা. রীনা ইয়াসমিন, ডা. নাদিরা সুলতানা এবং ডা. ইসরাত জাহান প্রতিটি পার্টনারের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

সর্বশেষ খবর